কৃষির নতুন অগ্রযাত্রায় আমরা....
অত্যাধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করে কিভাবে কম খরচে ও দ্রুত সময়ে লাভবান হওয়া যায় এ নিমিত্তে আমরা বিভিন্ন প্রকার কৃষি পন্য ও উপকরন এবং কৃষিজাত দ্রব্য বিশ্বস্থতার সহিত সারাদেশ সরবরাহ করে যাচ্ছি-
আমরা একটি সুদক্ষ ও অভিজ্ঞতা সম্পূর্ন কৃষিবিদ টিম দ্বারা এ প্রতিষ্ঠানটি পরিচালনা করে যাচ্ছি। কৃষি পন্যের ন্যায্য মূল্য কৃষকদের ফিরিয়ে দিতে ও কৃষির মাধ্যমে বেকারত্বের হার কমিয়ে নতুন নতুন উদ্যোক্তা তৈরীর লক্ষে আমরা আছি আপনার পাশে।
“প্রশিক্ষণ নিয়ে করলে চাষ,
লাভ হবে ১২ মাস”
80000
+
বর্তমান গ্রাহক
350
+
বর্তমান পন্য
64
+
জেলায় সেবার পদার্পন
5/5
আমি প্রথমেই ধন্যবাদ জানাই কৃষিবন্ধু এগ্রো সার্ভিসেস কে আমাকে এত সুন্দর সার্ভিসের জন্য। আমার কাংখিত পন্যের গুনগত মান ভাল ছিল এবং সাপোর্ট এর দিক থেকে যতেষ্ট হেল্পফুল ছিল। দোয়া করি আরো সামনের দিকে আগাতে পারুক কৃষিবন্ধু এগ্রো সার্ভিসেস...
Md. Azad Hossain
আমাদের সেবা সমূহ
অত্যধুনিক কৃষি ছড়িয়ে দেয়ার প্রত্যয়ে আমরা আছি আপনার পাশে
কৃষি পণ্যের তালিকা-
- সিডলিং ট্রে ৭২, ১০৫ ও ১২৮ সেল
- সবুজ শেড নেট ৫০%, ৬৫% ও ৭৫%
- কৃষিবন্ধু মালচিং পেপার ২৫ মাইক্রোন
- রেডি কোকোপিট
- ট্রাইকো-কম্পোষ্ট, ভার্মি কম্পোষ্ট
- সকল ফসল চাষাবাদ পরামর্শ
- ড্রিপ ইরিগেশন টুলস্
- রেডিমিক্স সয়েল, রেডিমিক্স ফার্টিলাইজার
- ইউভি পলি ও গ্রীন হাউজ ইকুইপমেন্টস
- সকল সব্জির বীজ ও সুস্থ সবল চারা
- সকল সব্জির বীজ ও সুস্থ সবল চারা