
কৃষির নতুন অগ্রযাত্রায় আমরা....
অত্যাধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করে কিভাবে কম খরচে ও দ্রুত সময়ে লাভবান হওয়া যায় এ নিমিত্তে আমরা বিভিন্ন প্রকার কৃষি পন্য ও উপকরন এবং কৃষিজাত দ্রব্য বিশ্বস্থতার সহিত সারাদেশ সরবরাহ করে যাচ্ছি-
আমরা একটি সুদক্ষ ও অভিজ্ঞতা সম্পূর্ন কৃষিবিদ টিম দ্বারা এ প্রতিষ্ঠানটি পরিচালনা করে যাচ্ছি। কৃষি পন্যের ন্যায্য মূল্য কৃষকদের ফিরিয়ে দিতে ও কৃষির মাধ্যমে বেকারত্বের হার কমিয়ে নতুন নতুন উদ্যোক্তা তৈরীর লক্ষে আমরা আছি আপনার পাশে।

“প্রশিক্ষণ নিয়ে করলে চাষ,
লাভ হবে ১২ মাস”
8000
+
বর্তমান গ্রাহক
200
+
বর্তমান পন্য
30
+
জেলায় সেবার পদার্পন




5/5
আমি প্রথমেই ধন্যবাদ জানাই কৃষিবন্ধু এগ্রো সার্ভিসেস কে আমারে এত সুন্দর সার্ভিসের জন্য। আমার কাংখিত পন্যের গুনগত মান ভাল ছিল এবং সাপোর্ট এর দিক থেকে যতেষ্ট হেল্পফুল ছিল। দোয়া করি আরো সামনের দিকে আগাতে পারুক কৃষিবন্ধু এগ্রো সার্ভিসেস...

Md. Azad Hossain

আমাদের সেবা সমূহ
অত্যধুনিক কৃষি ছড়িয়ে দেয়ার প্রত্যয়ে আমরা আছি আপনার পাশে
কৃষি পণ্যের তালিকা-

- সুন্দরবনের খাঁটি মধু
- বিষমুক্ত আম
- বিষমুক্ত লিচু
- বিষমুক্ত শাকশব্জি
- ফল, ফুল ও সব্জি চারা
- আধুনিক কৃষিউপকরন সমূহ
- মালচিং পেপার, কোকোপিট, ট্রে
- দেশি ও সামুদ্রিক শুটকি মাছ
- বিদেশি পাখি, কবুতর, রঙ্গিন মাছ